১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আজ

১৪ নভেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদর শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভা থেকে জেলা বিএনপি এই ঘোষণা দেয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় নির্বাচনী প্রচারণা শুরুর পাশাপাশি প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রায় ৪ কোটি তরুণ ভোটারের কাছে পৌঁছানোর জন্য কাজ করতে হবে, কারণ তারা বেগম জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখেননি। তিনি নেতাকর্মীদের ব্যবহার, চাল-চলন ও অভিব্যক্তির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান, যেন ভোটাররা তাদের পছন্দ করেন এবং দল জয়ী হয়।

এর আগে জেলা সদরে এক মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করা হয়।

সর্বশেষ